নওগাঁর বদলগাছীতে “কৃষিই সমৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি আবহওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়।
২রা জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামসুল ওয়াদুদ,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নওগাঁ,বিশেষ অতিথি শহিদুল ইসলাম বিআরডিবি কর্মকর্তা, ইমামূল আল হাসান তিতু,উপজেলা ভাইস চেয়ারম্যান, কল্পনা আখতার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ বদলগাছী উপজেলা ৮টি ইউনিয়নের স্মার্টফোন ধারী ৫০জন কৃষক উপস্থিত ছিলেন।