নওগাঁর বদলগাছীতে যমুনা নদী থেকে সাজন(২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।
মৃত যুবকের নাম সাজন ভূইয়া (২২) পিতা মৃত তিলু ভূইয়া,গ্রাম ডাঙ্গিসাড়া বদলগাছী।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সোমবার দুপুরে বদলগাছীর ডাঙ্গিসাড়া আধিবাসী পাড়াতে চোলাই মদ খাওয়া নিয়ে সাজন ভূইয়ার সাথে চাচা উজ্জল ভূইয়া (৫০)ও চাচাতো ভাই উৎপল ভূইয়ার (২৩)সাথে মারামারি হয়। ঐদিন রাত আনুঃ ৮টায় বদলগাছী থানার নদীর ভেরীবাধ সংলগ্ন ধানক্ষেতে সাজনের লাশ দেখতে পেয়ে সাথে সাথে থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে। সুরুতহাল রিপোর্টের জন্য লাশ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।