নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ /২০২২ উদযাপনের অংশ হিসেবে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। মোবাইল কোর্টে ১২টি চায়না জাল জব্দ করে আগুনে পোড়ানো হয় যাহার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ টাকা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় মৎস্য সপ্তাহ/২০২২ উদযাপনের ধারাবাহিকতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির তাজপুর গ্রাম সংলগ্ন ছোট যমুনা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ছোট যমুনা নদী থেকে ১২টি রিং বা চায়না উদ্ধার করে জব্দ করা হয়। জাল জব্দ করার সময় জালগুলো নদীতে দেওয়া ছিলো এবং জালের মালিক কাউকে পাওয়া যায় নি। পরবর্তীতে মোবাইল কোর্ট বসিয়ে জব্দকৃত জাল গুলো একত্রিত করে নদীর ধারেই আগুনে পোড়ানো হয়। জালগুলোর আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ টাকা। অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার চৌধুরী মোস্তাফিজুর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম,বদলগাছী থানা পুলিশের এস আই আশরাফুল ইসলাম প্রমূখ।
এ ব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বদলগাছীর ছোট যমুনা নদীতে অবৈধ রিং ও চায়না জাল দিয়ে মাছ ধরার অভিযোগ বারবার আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এইসব জালে নদীর দেশীয় ছোট বড় সব ধরনের মাছ আটকা পরে।দেশীয় ছোট মাছ ধংসের হাত থেকে রক্ষা করতে এই অভিযান অব্যহত থাকবে।