ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বদলগাছীতে বেপরোয়া কিশোর গ্রুপ।অর্থের জন‍্য করছে মারামারি

প্রতীকী ছবি।

 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

নওগাঁর বদলগাছীর পাড়া মহল্লায় গড়ে ওঠেছে কিশোর গ্রুপ। নানা ধরনের অপরাধে জড়িয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে এসব কিশোর গ্রুপ। একে অপরের ক্ষমতা দেখাতে কয়েকজন মিলে পাড়া মহল্লায় বিভিন্ন নামে একাধিক গ্রুপ গড়ে তুলছে।

উদাসীন অভিভাবক ও স্কুল কর্তপক্ষের দায়িত্বে অবহেলায় স্কুলের ছাত্ররা ক্লাস ফাঁকি দিয়ে এসব অপরাধ করে যাচ্ছে। যে সব কিশোর এসব অপরাধ করছে তারা বেশির ভাগই মাধ্যমিক ও উচ্চ ম‍াধ‍্যমিক স্কূল ও কলেজের ছাত্র। এসব কিশোরদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে অবিভাবক সহ সাধারন জনগন। আধিপত্য বিস্তার, সিনিয়র জুনিয়র দ্বন্দ,মাদক , প্রেম নিয়ে বিরোধের জেরে তারা অহরহ প্রতিদিনই কোন না কোন সংঘর্ষে জড়িয়ে পড়ছে। অর্থের বিনিময়ে যে কারও উপর আক্রমন চালাচ্ছে উঠতি বয়সের ছেলেরা। এমন কি অর্থের বিনিময়ে মারামারিতে জড়িয়ে পড়ছে তারা। কিশোর গ্রুপের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাগুলো বিশ্লেষন করে দেখা গেছে এলাকার বড় ভাইরা সমর্থন দেয়।

জানা গেছে গত ২৫শে মে বুধবার বিকেল ৫টায় শেখ রাসেল স্টেডিয়ামে ফরহাদ হোসেন(১৮) সাথে রুমু হোসেনের(১৭) সাথে কথা কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে পরের দিন ২৬শে মে বৃহস্পতিবার সকালে বদলগাছী কেন্দ্রীয় মন্দির ও রিভার সিটি পার্কের নিচে ফরহাদ হোসেন কে দেখলে রুমু হোসেন প্রায় ৩০জনের একটি দল ধারালো চাকু,লোহার রড,ডিসের ফাইবার তাঁর,খুর নিয়ে ফরহাদ হোসেনকে বেধরক মারধর করে এবং কলেজের ফরম ফিলাপের জন‍্য বাড়ী থেকে আনা১২০০টাকা ছিনিয়ে নেই। ফরহাদ হোসেনের চিৎকারে রিভার সিটি পার্কের মালিক মিঠু আসতে থাকলে রুমু হোসেন সহ সবাই পালিয়ে যায়।

আরও পড়ুন >  পাবনায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, সেই যুবক গ্রেফতার

আহত অবস্থায় ফরহাদ হোসেনকে মিঠু ও সাংবাদিক সৈকত উদ্ধার করে চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠায়।

এ ব‍্যপারে সন্ধায় ৬টায় ফরহাদ হোসেন বাদী হয়ে রুমু হোসেন সহ ১০জনকে আসামী করে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে রাজু বাদি হয়ে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ ব‍্যপারে স্থানীয় ব‍্যবসায়ী মিঠু বলেন, বদলগাছীর নদীর বালুচরেও নতুন হাটের জায়গায় প্রায়ই ছোট খাটো গ‍্যান্জামও মারামারি হয়। ছোট বিষয় নিয়ে এসব কিশোর ঝামেলা সৃষ্টি করে। কিছু অর্থ পেলেই সটকে পরে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) রায়হান হোসেন (তদন্ত) অভিযোগের সত‍্যতা নিশ্চিত করে বলেন। অভিযোগ পেয়েছি তদন্ত করে ব‍্যবস্থা নেয়া হবে।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: উপদেষ্টা নাহিদ

বদলগাছীতে বেপরোয়া কিশোর গ্রুপ।অর্থের জন‍্য করছে মারামারি

প্রকাশিত সময় :- ০৩:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

নওগাঁর বদলগাছীর পাড়া মহল্লায় গড়ে ওঠেছে কিশোর গ্রুপ। নানা ধরনের অপরাধে জড়িয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে এসব কিশোর গ্রুপ। একে অপরের ক্ষমতা দেখাতে কয়েকজন মিলে পাড়া মহল্লায় বিভিন্ন নামে একাধিক গ্রুপ গড়ে তুলছে।

উদাসীন অভিভাবক ও স্কুল কর্তপক্ষের দায়িত্বে অবহেলায় স্কুলের ছাত্ররা ক্লাস ফাঁকি দিয়ে এসব অপরাধ করে যাচ্ছে। যে সব কিশোর এসব অপরাধ করছে তারা বেশির ভাগই মাধ্যমিক ও উচ্চ ম‍াধ‍্যমিক স্কূল ও কলেজের ছাত্র। এসব কিশোরদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে অবিভাবক সহ সাধারন জনগন। আধিপত্য বিস্তার, সিনিয়র জুনিয়র দ্বন্দ,মাদক , প্রেম নিয়ে বিরোধের জেরে তারা অহরহ প্রতিদিনই কোন না কোন সংঘর্ষে জড়িয়ে পড়ছে। অর্থের বিনিময়ে যে কারও উপর আক্রমন চালাচ্ছে উঠতি বয়সের ছেলেরা। এমন কি অর্থের বিনিময়ে মারামারিতে জড়িয়ে পড়ছে তারা। কিশোর গ্রুপের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাগুলো বিশ্লেষন করে দেখা গেছে এলাকার বড় ভাইরা সমর্থন দেয়।

জানা গেছে গত ২৫শে মে বুধবার বিকেল ৫টায় শেখ রাসেল স্টেডিয়ামে ফরহাদ হোসেন(১৮) সাথে রুমু হোসেনের(১৭) সাথে কথা কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে পরের দিন ২৬শে মে বৃহস্পতিবার সকালে বদলগাছী কেন্দ্রীয় মন্দির ও রিভার সিটি পার্কের নিচে ফরহাদ হোসেন কে দেখলে রুমু হোসেন প্রায় ৩০জনের একটি দল ধারালো চাকু,লোহার রড,ডিসের ফাইবার তাঁর,খুর নিয়ে ফরহাদ হোসেনকে বেধরক মারধর করে এবং কলেজের ফরম ফিলাপের জন‍্য বাড়ী থেকে আনা১২০০টাকা ছিনিয়ে নেই। ফরহাদ হোসেনের চিৎকারে রিভার সিটি পার্কের মালিক মিঠু আসতে থাকলে রুমু হোসেন সহ সবাই পালিয়ে যায়।

আরও পড়ুন >  পাবনায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, সেই যুবক গ্রেফতার

আহত অবস্থায় ফরহাদ হোসেনকে মিঠু ও সাংবাদিক সৈকত উদ্ধার করে চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠায়।

এ ব‍্যপারে সন্ধায় ৬টায় ফরহাদ হোসেন বাদী হয়ে রুমু হোসেন সহ ১০জনকে আসামী করে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে রাজু বাদি হয়ে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ ব‍্যপারে স্থানীয় ব‍্যবসায়ী মিঠু বলেন, বদলগাছীর নদীর বালুচরেও নতুন হাটের জায়গায় প্রায়ই ছোট খাটো গ‍্যান্জামও মারামারি হয়। ছোট বিষয় নিয়ে এসব কিশোর ঝামেলা সৃষ্টি করে। কিছু অর্থ পেলেই সটকে পরে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) রায়হান হোসেন (তদন্ত) অভিযোগের সত‍্যতা নিশ্চিত করে বলেন। অভিযোগ পেয়েছি তদন্ত করে ব‍্যবস্থা নেয়া হবে।

নিউজবিজয়/এফএইচএন