ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বদলগাছীতে টিসিবি পণ‍্য বিতরণকে কেন্দ্র করে মেম্বারের নাঁক ফাটালো আরেক মেম্বার

বদলগাছীতে টিসিবি পণ‍্য বিতরণকে কেন্দ্র করে চেয়ারম্যানের সামনে মেম্বারের নাক ফাটালেন আরেক আরেক মেম্বার। থানায় অভিযোগ।

জানাযায়, কার্ডের মাধ্যমে মালামাল প্রদান করার কথা থাকলেও এন আইডি কার্ডের ফটোকপিতে চেয়ারম্যানের সিল সম্বলিত টোকেন দিয়েন বিক্রি করা হয়েছে পন্য। প্রত্যেক কার্ডধারীকে ২ কেজি সোয়াবিন তেল, মসুর ডাল ডাল ও ২ কেজি চিনি প্রদান করা হয়। এমনকি সেই সময় কোন ট‍্যাগ অফিসার উপস্থিত ছিলেন না বলে টিসিবি নিতেস আসা ব‍্যক্তিরা জানান।

অভিযোগ ও স্থানীয়সূত্রে জানাযায়, গত ২রা জুলাই নওগাঁর বদলগাছীর মথরাপুর ইউপিতে টিসিবি পণ‍্য বিতরণ চলা কালীন সময়ে টিসিবি পণ‍্য না পাওয়ায় ৭নং ওয়ার্ডের মেম্বার সাথে ২নং ওয়ার্ড মেম্বারের বাকতন্ডিতা।

শনিবার ৬,৭,৮,৯নং ওয়ার্ডের টিসিবি পণ‍্য বিতরন কালে দুপুর ১টায় পণ‍্য শেষ হয়। এ সময় ৭নং ওয়ার্ডের ৭/৮টি কার্ডের ব‍্যক্তি টিসিবি পণ‍্য না পেলে টিসিবি নিতে আসা লোকজন বিষয়টি ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান কে জানালে আব্দুল মান্নান টিসিবি ডিলারকে টিসিবির পণ‍্যের বাপারে বললে টিসিবি ডিলার বলেন মালামাল বিতরণ শেষ হয়েছে আপনি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন। আমি ডিলার কে নিয়ে চেয়ারম্যানের কক্ষে চেয়ারম্যানের সাথে কথা বলতে ২নং ওয়ার্ডের মেম্বার রেজাউল ইসলাম বাবু চেয়ারম্যানের সামনে আব্দুল মান্নানকে অকথ‍্য ভাষায় গালিগালাজ করে আব্দুল মান্নান রেজাউল ইসলামকে গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায়ে রেজাউল ইসলাম বাবু আব্দুল মান্নানের নাকে হাতে থাকা কোন বস্তু দারা আঘাত করলে আব্দুল মান্নান সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে।পরে স্থানীয় মেম্বারের সহযোগিতায় আব্দুল মান্নান কে উদ্ধার করে স্থানীয় বদলগাছী হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ব‍্যপারে রবিবার দুপুরে আব্দুল মান্নান বাদী হয়ে রেজাউল ইসলাম বাবুর বিরুদ্ধে বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ব‍্যপারে উপস্থিত মেম্বার পরিমল বলেন, চেয়ারম্যানের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে ২নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বাবু ৭নংওয়ার্ডের মেম্বার কে ধাক্কা মারলে ঘটনাস্থলে ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান আহত হয়।

টিসিবি ডিলার বলেন, দুই মেম্বারের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পরে কি হয়েছে আমি জানিনা।

ট‍্যাগ অফিসার লুৎফর রহমান বলেন, আমি টিসিবির ডিলারকে মাল দেওয়ার অনুমতি দিয়েছি। আমি সেই দিন মথরাপুরে ছিলাম না।

এ ব‍্যপারে মথরাপুর ইউপির চেয়ারম্যান মাসুদ রানা বলেন, মেম্বারের জন‍্য বরাদ্দ ছিল ১৭৭টিকার্ড। আমি ১টা কার্ড বেশি দিই। পরে মেম্বাররা এসে আরো ৭টি কার্ড সই নিয়ে যায়। এতেই মালমাল শেষ হয়ে যায়। তাই এই ঝামেলা বাধে। আমার সামনেই কথা কাটাকাটির এক পর্যায়ে রেজাউল ইসলাম বাবু আব্দুল মান্নান কে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে।

এ ব‍্যপারে রেজাউল ইসলাম বাবুর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেন নি।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন,এ ব‍্যপারে একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষ নিয়ে মিমাংসা করা হবে।

 

ট্যাগ:-

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

আ.লীগ আমলের হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ

বদলগাছীতে টিসিবি পণ‍্য বিতরণকে কেন্দ্র করে মেম্বারের নাঁক ফাটালো আরেক মেম্বার

প্রকাশিত সময়:- ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২

বদলগাছীতে টিসিবি পণ‍্য বিতরণকে কেন্দ্র করে চেয়ারম্যানের সামনে মেম্বারের নাক ফাটালেন আরেক আরেক মেম্বার। থানায় অভিযোগ।

জানাযায়, কার্ডের মাধ্যমে মালামাল প্রদান করার কথা থাকলেও এন আইডি কার্ডের ফটোকপিতে চেয়ারম্যানের সিল সম্বলিত টোকেন দিয়েন বিক্রি করা হয়েছে পন্য। প্রত্যেক কার্ডধারীকে ২ কেজি সোয়াবিন তেল, মসুর ডাল ডাল ও ২ কেজি চিনি প্রদান করা হয়। এমনকি সেই সময় কোন ট‍্যাগ অফিসার উপস্থিত ছিলেন না বলে টিসিবি নিতেস আসা ব‍্যক্তিরা জানান।

অভিযোগ ও স্থানীয়সূত্রে জানাযায়, গত ২রা জুলাই নওগাঁর বদলগাছীর মথরাপুর ইউপিতে টিসিবি পণ‍্য বিতরণ চলা কালীন সময়ে টিসিবি পণ‍্য না পাওয়ায় ৭নং ওয়ার্ডের মেম্বার সাথে ২নং ওয়ার্ড মেম্বারের বাকতন্ডিতা।

শনিবার ৬,৭,৮,৯নং ওয়ার্ডের টিসিবি পণ‍্য বিতরন কালে দুপুর ১টায় পণ‍্য শেষ হয়। এ সময় ৭নং ওয়ার্ডের ৭/৮টি কার্ডের ব‍্যক্তি টিসিবি পণ‍্য না পেলে টিসিবি নিতে আসা লোকজন বিষয়টি ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান কে জানালে আব্দুল মান্নান টিসিবি ডিলারকে টিসিবির পণ‍্যের বাপারে বললে টিসিবি ডিলার বলেন মালামাল বিতরণ শেষ হয়েছে আপনি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন। আমি ডিলার কে নিয়ে চেয়ারম্যানের কক্ষে চেয়ারম্যানের সাথে কথা বলতে ২নং ওয়ার্ডের মেম্বার রেজাউল ইসলাম বাবু চেয়ারম্যানের সামনে আব্দুল মান্নানকে অকথ‍্য ভাষায় গালিগালাজ করে আব্দুল মান্নান রেজাউল ইসলামকে গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায়ে রেজাউল ইসলাম বাবু আব্দুল মান্নানের নাকে হাতে থাকা কোন বস্তু দারা আঘাত করলে আব্দুল মান্নান সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে।পরে স্থানীয় মেম্বারের সহযোগিতায় আব্দুল মান্নান কে উদ্ধার করে স্থানীয় বদলগাছী হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ব‍্যপারে রবিবার দুপুরে আব্দুল মান্নান বাদী হয়ে রেজাউল ইসলাম বাবুর বিরুদ্ধে বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ব‍্যপারে উপস্থিত মেম্বার পরিমল বলেন, চেয়ারম্যানের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে ২নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বাবু ৭নংওয়ার্ডের মেম্বার কে ধাক্কা মারলে ঘটনাস্থলে ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান আহত হয়।

টিসিবি ডিলার বলেন, দুই মেম্বারের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পরে কি হয়েছে আমি জানিনা।

ট‍্যাগ অফিসার লুৎফর রহমান বলেন, আমি টিসিবির ডিলারকে মাল দেওয়ার অনুমতি দিয়েছি। আমি সেই দিন মথরাপুরে ছিলাম না।

এ ব‍্যপারে মথরাপুর ইউপির চেয়ারম্যান মাসুদ রানা বলেন, মেম্বারের জন‍্য বরাদ্দ ছিল ১৭৭টিকার্ড। আমি ১টা কার্ড বেশি দিই। পরে মেম্বাররা এসে আরো ৭টি কার্ড সই নিয়ে যায়। এতেই মালমাল শেষ হয়ে যায়। তাই এই ঝামেলা বাধে। আমার সামনেই কথা কাটাকাটির এক পর্যায়ে রেজাউল ইসলাম বাবু আব্দুল মান্নান কে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে।

এ ব‍্যপারে রেজাউল ইসলাম বাবুর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেন নি।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন,এ ব‍্যপারে একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষ নিয়ে মিমাংসা করা হবে।