খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা ও ছেলে পুড়ে অঙ্গার হয়েছে।
রোববার (৫ মে) ভোর ৫টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- একই এলাকার ছাদেক আলীর স্ত্রী হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।
মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (৪ মে) রাত থেকে বৃষ্টি হচ্ছিল। রোববার ভোর ৫টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকার একটি বসতঘরে আগুন লেগে যায়। এ সময় ওই আগুনে বসতঘরেই পুড়ে অঙ্গার হয়ে যান মা হাসিনা বেগম ও তার ছেলে।
তবে ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়ির বাইরে ছিলেন।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, মা ও ছেলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজবিজয়২৪/এফএইচএনm