বজ্রপাতে টাঙ্গাইলের কালিহাতীতে ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরিফ (১৪), ফয়সাল (১৩), রাকিব (৩০)। তারা একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ঈদের নামাজের জন্য তারা নিউ ধলেশ্বরী নদীতে গোসলে করতে যান। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দশকিয়া ইউপি চেয়ারম্যান মালেক ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।