লালমনিরহাটের হাতীবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপে হ্যাট্রিক বিজয়ী টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ একাদশ ফুটবল টিম। তারা টাইব্রেকারে সিন্দুর্না ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ টুনার্মেন্টে তারা পরপর ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্ধারিত খেলা ১-১ গোলে ড্র হয়। খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার এ টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ একাদশ ৫-৩ গোলে সিন্দুর্না একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলার ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। এসময় হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও নাজির হোসেন, ওসি এরশাদুল আলম, উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খতিব উদ্দিন, এসএস সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও ক্রিড়ামোদি দর্শকবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপে টংভাঙ্গা হ্যাট্রিক বিজয়ী
- মো. নূরল হক, নিউজবিজয় প্রতিবেদক:-
- প্রকাশিত সময় :- ০৬:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- 352
জনপ্রিয় সংবাদ