ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের রামদার কোপে স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলার আহ্বায়ক মিজানুর রহমান খুন হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত অনুমান সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় নিজ অফিসে তাকে হত্যার করা হয়। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, নিহত মিজানুর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলা কমিটির আহ্বায়ক এবং গোকুল এলাকার আফছার আলীর ছেলে। পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। দলটির একটি সূত্র জানায়, গোকুল এলাকার এক যুবদল নেতার সঙ্গে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। কিন্তু প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান সোমবার রাতে গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে তার নিজ দপ্তরে বসে ছিলেন। লোডশেডিং চলাকালে রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার অফিসে ঢোকে। এরপর রাম দা দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জাতীয় স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে৷ হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, কারণটি আমরা এখনও জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে আধিপত্য নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে।

বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ সেখানে পৌঁছেছেন। ঘটনাস্থল থেকে অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।

নিউজবিজয়২৪/এফ এইচ এন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সারজিস আলম

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা

প্রকাশিত সময় :- ০১:০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের রামদার কোপে স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলার আহ্বায়ক মিজানুর রহমান খুন হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত অনুমান সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় নিজ অফিসে তাকে হত্যার করা হয়। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, নিহত মিজানুর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলা কমিটির আহ্বায়ক এবং গোকুল এলাকার আফছার আলীর ছেলে। পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। দলটির একটি সূত্র জানায়, গোকুল এলাকার এক যুবদল নেতার সঙ্গে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। কিন্তু প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান সোমবার রাতে গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে তার নিজ দপ্তরে বসে ছিলেন। লোডশেডিং চলাকালে রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার অফিসে ঢোকে। এরপর রাম দা দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জাতীয় স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে৷ হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, কারণটি আমরা এখনও জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে আধিপত্য নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে।

বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ সেখানে পৌঁছেছেন। ঘটনাস্থল থেকে অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।

নিউজবিজয়২৪/এফ এইচ এন