ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প: বাংলাদেশি জ্যোতিষী

 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণে আর বাকি দুই দিন। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় কমলা-ট্রাম্পের পরস্পরবিরোধী আক্রমণে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এরই মধ্যে, প্রায় সাত কোটির বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা।

বিভিন্ন জরিপে দেখা গেছে, রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে চূড়ান্ত বিচারে কে জিতবেন, তা জানা যাবে আরও কয়েক দিন পর।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জ্যোতিষী আবদুস সালাম সিকদার। এর আগে, যুক্তরাষ্ট্রের রাজনীতি ও বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে তার কয়েকটি ভবিষ্যদ্বাণী সফল হয়েছে।

নিজের ফেসবুক ওয়ালে আবদুস সালাম সিকদার লিখেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ডোনাল্ড ট্রাম্প। আমার পক্ষ থেকে তাকে অগ্রিম অভিনন্দন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তবে নির্বাচনে কমলা হ্যারিসের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

আবদুস সালাম শিকদার ১৯৮২ সালের ২ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী জালাল উদ্দিন সিকদার। ২০১৪ সালে তিনি বাংলাদেশ একাডেমি অফ অ্যাস্ট্রোলোজি থেকে জ্যোতিষ শাস্ত্র বিষয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেন।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প: বাংলাদেশি জ্যোতিষী

প্রকাশিত সময় :- ০১:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণে আর বাকি দুই দিন। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় কমলা-ট্রাম্পের পরস্পরবিরোধী আক্রমণে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এরই মধ্যে, প্রায় সাত কোটির বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা।

বিভিন্ন জরিপে দেখা গেছে, রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে চূড়ান্ত বিচারে কে জিতবেন, তা জানা যাবে আরও কয়েক দিন পর।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জ্যোতিষী আবদুস সালাম সিকদার। এর আগে, যুক্তরাষ্ট্রের রাজনীতি ও বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে তার কয়েকটি ভবিষ্যদ্বাণী সফল হয়েছে।

নিজের ফেসবুক ওয়ালে আবদুস সালাম সিকদার লিখেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ডোনাল্ড ট্রাম্প। আমার পক্ষ থেকে তাকে অগ্রিম অভিনন্দন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তবে নির্বাচনে কমলা হ্যারিসের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

আবদুস সালাম শিকদার ১৯৮২ সালের ২ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী জালাল উদ্দিন সিকদার। ২০১৪ সালে তিনি বাংলাদেশ একাডেমি অফ অ্যাস্ট্রোলোজি থেকে জ্যোতিষ শাস্ত্র বিষয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেন।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন