
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্নিগ্ধ নামের দুই বছর বয়সের শিশুর মৃত্যু হয়েছে। বাড়ীর পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে পড়ে মারা যায় সে। মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। স্নিগ্ধ ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।
শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান মো. শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।