কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাধ্যমিক পর্যায়ে “জাতীয় শিক্ষাক্রম রুপরেখা” শীর্ষক বিষয় ভিক্তিক শিক্ষকগণের ৫দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই এর পরিচালনায় মাধ্যমিক ও দাখিল পর্যায়ের ৬১ শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩২ জন শিক্ষক এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। প্রশিক্ষণে মোট ১১ বিষয়ে ২৯ জন ট্রেইনার প্রশিক্ষণ প্রদান করছেন। ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও সুমন দাস, জেলা শিক্ষা অফিসার শামছুল আলম, ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোর্স কো-অর্ডিনেটর আবেদ আলী খন্দকার, ট্রেনিং কো-অডিনেটর ও এ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল হালিম,ফুলবাড়ী এ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম প্রমুখ।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামছুল আলম জানান, জাতীয় শিক্ষাক্রম রুপ রেখা বাস্তাবায়নের জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে শিক্ষকের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা পাঠ উপযোগী শিক্ষা গ্রহন করতে পারবে। ফলে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটবে বলে আমার বিশ্বাস।