ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত সেই আগুন রুমে ছড়িয়ে পরে। সে সময়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, আমরা হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। এছাড়া, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে জানানো হবে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনই বলা মুশকিল। আমরা আগুনের খবর দেওয়ার পর পরই ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
আরও পড়ুন>>হিমাগারে মজুত ছিল ৫ লাখ ডিম
নিউজবিজয়২৪/এফএইচএন