লালমনিরহাট আদিতমারী উপজেলার সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলমের পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর আয়োজন রোববার (২৫ আগষ্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।
শিক্ষার্থীরা জানান,প্রধান শিক্ষক আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে সিন্ডিকেট করে নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি এর নামে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম, সহ নানাভাবে দুর্নীতি শুরু করে থাকেন। তখন কেহ প্রতিবাদ করতে সাহস পায়নি।
আমরা অবিলম্বে এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। এই প্রতারক ও দুর্নীতি বাজকে দ্রুত পদত্যাগ না করলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি পালব করব।
সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলমের একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী জানান,প্রধান শিক্ষককের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করছে বিষয়টি শুনেছি এবং অবগত হয়েছি।খোজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবিজয়২৪/এফএইচএন