ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি

আজ ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা।

সাক্ষাৎকালে মিয়াজাকি জানান, এটি তার প্রথম বাংলাদেশ সফর। ২০১৬ সালে ঢাকায় সন্ত্রাসী হামলায় সাত জাপানি নাগরিক নিহত হন। গত ২ জুলাই তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি জাইকা ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করাই তার এ সফরের অন্যতম উদ্দেশ্য।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস হোলি আর্টিজানের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন, বিশেষ করে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এমআইডিআই) সহ বিভিন্ন ওডিএ প্রকল্প এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে জাইকার অব্যাহত সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশ জাইকার অন্যতম প্রধান সহায়তা গ্রহণকারী দেশ এবং একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক উদ্যোগে জাইকার সহযোগিতা এবং মানবিক নিরাপত্তার গুরুত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি

বাংলাদেশ সফরের সময় মিয়াজাকি আরও যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের মধ্যে রয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ; পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

ইতিহাসের এই দিনে: ১৫ জুলাই-২০২৫

প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি

প্রকাশিত সময়:- ০৮:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

আজ ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা।

সাক্ষাৎকালে মিয়াজাকি জানান, এটি তার প্রথম বাংলাদেশ সফর। ২০১৬ সালে ঢাকায় সন্ত্রাসী হামলায় সাত জাপানি নাগরিক নিহত হন। গত ২ জুলাই তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি জাইকা ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করাই তার এ সফরের অন্যতম উদ্দেশ্য।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস হোলি আর্টিজানের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন, বিশেষ করে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এমআইডিআই) সহ বিভিন্ন ওডিএ প্রকল্প এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে জাইকার অব্যাহত সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশ জাইকার অন্যতম প্রধান সহায়তা গ্রহণকারী দেশ এবং একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক উদ্যোগে জাইকার সহযোগিতা এবং মানবিক নিরাপত্তার গুরুত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি

বাংলাদেশ সফরের সময় মিয়াজাকি আরও যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের মধ্যে রয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ; পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন