রংপুরের পীরগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী ও একজন শিক্ষিকাকে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করায় তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সকালে পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাবিবুল হাসান বাবু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সভাপতি খুরশিদ কবির বাবুল। অন্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার, সহকারি প্রধান শিক্ষক মুকছুদুন্নাহার, সহকারি শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ। এসময় বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত, ভাষা ও সাহিত্য, লোক সংগীত, শ্রেষ্ঠ বিদ্যালয় শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ বিষয়ে ৬ জন শিক্ষার্থী সেরা মনোনীত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এছাড়াও ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সাধারন সম্পাদক মুকছুদুন্নাহার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে মনোনীত হওযায় তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে দেয়া শ্রেষ্ঠতার ক্রেস্ট ও সনদ তাদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
ব্রেকিং :-
পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষিকা শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় দেয়া হলো সংবর্ধনা
-
তাজরুল ইসলাম পীরগাছা প্রতিনিধি :-
- প্রকাশিত সময়:- ১১:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- 359
ট্যাগ:-
জনপ্রিয় সংবাদ