
তিন বার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রাথী হয়েও জিততে পারেননি। টাকা আর পেশি শক্তির কাছে হেরে গিয়েছেন। কিন্তু ভুলে যাননি তার নির্বাচনী এলাকার কর্মী ও ভোটারদের। অন্য যে কোন দূর্যোগ আর উৎসবের মতো পাশে থেকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। তেমনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ শতাধিক মানুষের মাঝে শাড়ি – লুঙ্গি ও সেমাই-চিনি বিতরণ করেছেন পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের সমাজ সেবক সাইদুল ইসলাম। তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী। গত তিন বার তিনি পর পর কৈকুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। টাকা আর পেশি শক্তির কাছে হেরে গেছেন। আজ সোমবার সকালে সাইদুল ইসলাম স্থানীয় হক বাজারে গরীব অসহায় সাধারণ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও সেমাই-চিনি বিতরণ করেন। এসময় পীরগাছা উপজেলা তাতী দলের সভাপতি মোকলেছুর রহমান, সহ-সভাপতি মোস্তাকিন বিল্লা, যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, স্থানীয় হক বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল ইসলাম নান্নু, সমাজ সেবক বাদশা মিয়া, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রোকনুজ্জামান রিশাদ উপস্থিত ছিলেন।
শাড়ি নিতে আসা বৃদ্ধা জরিনা বেগম, মনোয়ারা বেগম, ছমিতন নেছা বলেন, সাইদুল ভাই ভোটে হারলেও হামাক ভূলি যায় নাই। সব সময় আমাদের পাশে থাকে। বন্যার সময় ত্রাণ দেয়। ঈদ আসলে শাড়ি -লুঙ্গি ও সেমাই চিনি দেয়। এ কারণে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।