রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নসহ ৪ টি ইউনিয়নে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস্ এলায়েন্সে (ডুফা)।
শনিবার ছাওলা ইউনিয়ন পরিষদের সামনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন।
মানবতার সেবায় এগিয়ে আসা ডুফার সাধারণ সম্পাদক নাহিদ হোসাইন বলেন, আমরা বন্যা কবলিত এলাকার মানুষের পাশে নিজের অর্থায়নে খাদ্য সামগ্রী ও সাহায্য সহযোগিতা করছি। ভবিষ্যতে এ অ লে বন্যাদুর্গতদের পূর্নবাসনের ব্যবস্থা করা হবে। এর আগে সিলেট বন্যা কবলিত এলাকায় গিয়েও আমরা আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ডুফার সাধারণ সম্পাদক নাহিদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হিমন সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, ডুপার সদস্য বাহারুল সিদ্দিকী, সাজ্জাদ হোসেন, সাঈদ আহমেদ, কামাল হোসেনসহ অনেকেই। এতে ৪ ইউনিয়নে চারশত অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
ব্রেকিং :-
পীরগাছায় বন্যা কবলিত এলাকায় ডুফার খাদ্য সামগ্রী বিতরণ
-
তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময়:- ০৯:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- 482
ট্যাগ:-
জনপ্রিয় সংবাদ