নানা রাজকীয় অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করলে নিজে রাজকীয় বিদায় সংবর্ধনা পাবেন এটা ভাবেননি কখনো। দীর্ঘ ৩২ বছর পুলিশে চাকরি জীবনের ইতি টেনে অবশেষে রাজকীয় ভাবে বিদায় নিলেন এক পুলিশ সদস্য। রংপুরের পীরগাছা থানায় কর্মরত শামীম মিয়া (৫৫) কে গত বৃহস্পতিবার বিকেলে রাজকীয় ভাবে বিদায় জানানো হয়। তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় অবসর গ্রহন করলে তাকে ফুল ছিটিয়ে পুলিশের গাড়ীতে করে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। এ জন্য নানা রঙে সাজানো হয়েছে পুলিশের গাড়ীটি। করতালি আর আনন্দ উল্লাস করে ফুল ছিটিয়ে বিদায় জানানো হয়েছে সহকর্মীকে। শামীম মিয়া ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যােগদান করেন। তার শেষ কর্মস্থল ছিল রংপুরের পীরগাছা থানায়। তার গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বৈরাতি গ্রামে।
বৃহস্পতিবার বিকেলে পুলিশের ব্যবহৃত গাড়িটি বিভিন্ন রঙের ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমানসহ থানার সকল এসআই, এএসআই, কনস্টেবল ও কর্মচারীগণ ফুল ছিটিয়ে তাকে বিদায় জানান। পরে ওই সাজানাে গাড়িতে করেই শামীম মিয়াকে তার নিজ বাড়ি মিঠাপুকুর উপজেলার বৈরাতি গ্রামে পৌঁছে দেন তার সহযােদ্ধারা।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন , শামীম মিয়া বাংলাদেশ পুলিশ বাহিনীতে থাকাকালীন দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সাত মাস আগে পীরগাছা থানায় এসেছিলেন, চাকরির সাত বছর বাকি থাকতেই ব্যক্তিগত কারণে অবসরে গেলেন।
দুই পুত্র সন্তানের জনক শামীম মিয়া বলেন, পারিবারিক কারণে চাকুরির মেয়াদ থাকা সত্ত্বেও অবসরে গেলাম। এখন স্ত্রী সন্তানদের সময় দিব আর নামাজ কালাম নিয়ে থাকতে চাই।
ওই দিন পীরগাছা থানা মসজিদে আসরের নামাজ শেষে শামীম মিয়ার জন্য দােয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম আব্দুল গফুর।#
ব্রেকিং :-
পীরগাছায় পুলিশ সদস্যের অবসরে রাজকীয় বিদায়
-
তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময়:- ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- 317
ট্যাগ:-
জনপ্রিয় সংবাদ