রংপুরের পীরগাছায় একই দিনে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার অন্নদানগর ইউনিয়নের মোংলা (কদমতলী) ও জগজীবন গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই দুই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
নিহত দুই শিশুর একজন আব্দুল্লাহ আল রাফি (১৬ মাস) অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামের মতিয়ার রহমানের ছেলে। অপরজন ধরীত্রি রানী (২) ওই ইউনিয়নের মোংলা (কদমতলী) গ্রামের ধনঞ্জয় রায়ের মেয়ে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আব্দুল্লাহ আল রাফি বাড়ির সকলে অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় এবং ধরীত্রি রানী দুপুরে একই ভাবে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাদের পরিবার অনেক খোঁজাখুঁজির পুকুরে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন পরিবারের লোকজন। এঘটনায় ওই দুই গ্রামে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় অন্নদানগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি বলেন, অভিভাবকের অসাবধানতাই এ শিশু দুটির মৃত্যুর কারণ। সবাইকে সচেতন হওয়ার জন্য আহবান জানান তিনি।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৃথক পৃথক ভাবে দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন>> দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত