রংপুরের পীরগাছায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া দেলোয়ার হোসেনের পরিবারের পাশে দাড়িয়েছে পীরগাছা উপজেলা প্রশাসন।সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের কয়েকজন ব্যক্তি নিহত দেলোয়ারের বাড়িতে গিয়ে তার স্ত্রী-সন্তান এবং মায়ের খোজখবর নেন এবং ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন। এসময় দেলোয়ারের দুই সন্তানের পাশে থাকার আশ্বাস দেন কর্মকর্তারা।
দুপুরের দিকে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র এবং পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান উপজেলার অনন্তরাম সরকার টারী গ্রামের নিহত দেলোয়ারের বাড়িতে যান। এসময় তারা দেলোয়ারের স্ত্রী আনোয়ারা বেগমের হাতে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত হতে ২০ হাজার টাকা তুলে দেন।
উল্লেখ, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার অনন্তরাম সরকারটারী গ্রামে মৃত সবুর উদ্দিনের ছেলে দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর রেললাইনের ধারে আগে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত দেলোয়ারকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সন্দেহভাজন তিন আসামীকে গ্রেফতার করে।
ব্রেকিং :-
পীরগাছায় নিহত দেলোয়ারের পরিবারের পাশে দাড়ালো উপজেলা প্রশাসন
- তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ১০:১১:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- 228
জনপ্রিয় সংবাদ