রংপুরের পীরগাছায় নিখোঁজ দুই বোনের বিষয়ে খোঁজ নিয়ে অটো চালক পিতা আলমগীর হোসেনের বাড়ি পরিদর্শন করেছে রংপুরের পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী। গত মঙ্গলবার বিকেলে তিনি উপজেলার সদর ইউনিয়নের আমডারা (মাঠেরপাড়) গ্রামে শিশু দুটির বাড়িতে যান। এসময় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহিনুল ইসলাম ও উপ-পরিদর্শক বুলবুল আহাম্মেদ ও পীরগাছা থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী দুই বোন নিখোঁজের বিষয়ে গ্রামবাসীর সাথে কথা বলেন এবং তাদের উদ্ধারে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন।
জানা যায়, ওই গ্রামের অটো চালক আলমগীর হোসেনের দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস অ্যাপোলো (১৪) ও জান্নাতুল আফরোজা (৭)
গত শনিবার থেকে নিখোঁজ রয়েছে। জান্নাতুল ফেরদৌস আলো স্থানীয় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট মেয়ে জান্নাতুল আফরোজা পশ্চিমদেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়েন। তাদের উচ্চতা ৫ ও ৪ ফিট। গায়ের রং ফর্সা এবং পরনে সেলোয়ার কামিজ ছিল বলে জানা গেছে।
আরো পড়ুন>> ইন্টারনেট না থাকায় বিয়ের ৪ মাসে তিনবার আত্মহত্যার চেষ্টা