রংপুরের পীরগাছায় নিখোঁজ দুই বোন জান্নাতুল ফেরদৌস অ্যাপোলো (১৪) ও জান্নাতুল আফরোজা (৭) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলেক কিসামত গ্রাম থেকে তাদের উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ। দুই বোনকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, অটো চালক পিতা আলমগীর হোসেনের হাতে চড় খেয়ে রাগ কওে বাড়ি ছাড়েন তারা। প্রথমে রংপুর শহওে ঘোরাঘুরি করতে থাকলে গঙ্গাচড়া উপজেলার আলেক কিসামত গ্রামের রাজু মিয়া তাদেও নিজ বাড়িতে নিয়ে যান। পওে তাদেও নিকট থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে পীরগাছা থানায় যোগায়োগ করলে উপ-পরিদর্শক আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৫ টার দিকে রাজু মিয়ার বাড়ি থেকে তাদের উদ্ধার করে।
এর আগে দুই বোন জান্নাতুল ফেরদৌস অ্যাপোলো (১৪) ও জান্নাতুল আফরোজা (৭) গত শনিবার থেকে নিখোঁজ হয়। জান্নাতুল ফেরদৌস আলো স্থানীয় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট মেয়ে জান্নাতুল আফরোজা পশ্চিমদেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়েন। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে রংপুরের পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী মঙ্গলবার বিকেলে তাদেও বাড়ি পরিদর্শন করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, দুই বোনকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং :-
পীরগাছায় নিখোঁজ দুই বোনকে উদ্ধার
- তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ০৬:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- 376
জনপ্রিয় সংবাদ