রংপুরের পীরগাছায় এক দিনমজুরের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সোমবার রাত ৩টার দিকে উপজেলার অনন্তরাম (মাছুয়াপাড়া) গ্রামের দিনমজুর আজিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় দুটি ঘর ও ঘরে থাকা ৩০ মন ধান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাত ৩ টার দিকে ওই দিনমজুরের বাড়ির একটি ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। তাৎক্ষণিক আগুন আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশিদের চিৎকারে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে ওঠে বেড়িয়ে পড়ে। পরে এলকাবাসী ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে দুটি ঘর ও ৩০ মন ধান পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে। কোথা থেকে আগুন লেগেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।
এ ব্যাপারে বাড়ির মালিক দিনমজুর আজিজুল ইসলাম বলেন, আমাদের বাড়িতে কোনো বিদ্যুৎ নেই। ওই ঘরে শুধু ধান ছিল। কিভাবে যে আগুন লাগলো কিছু বলতে পারি না। কিছুদিন আগে ঋণ করে বাড়িঘর করেছি। এখনো ঋণের টাকা পরিশোধ হয়নি। এর মধ্যেই আগুনে সর্বশান্ত হয়ে গেছি।
প্রতিবেশি ফাতেমা বেগম বলেন, আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়ে আগুন দেখতে পাই। তখন চিৎকার দিলে এলাকার লোকজন বেড়িয়ে আসে।
পীরগাছা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
ব্রেকিং :-
পীরগাছায় দিনমজুরের বাড়িতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- 295
জনপ্রিয় সংবাদ