রংপুরের পীরগাছায় উপজেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট( অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতা ফাইনাল খেলায় অংশ গ্রহন করে ছাওলা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কল্যাণী ইউনিয়ন ফুটবল একাদশ। সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান সাজুর তত্ত্বাবধানে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান অলিপ, ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন, পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাহিদ হাসান লিটন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ। সমাপনী খেলায় ছাওলা ইউনিয়ন একাদশ ৩-১ গোলে কল্যাণী ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
ব্রেকিং :-
পীরগাছায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
- তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ০২:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- 291
জনপ্রিয় সংবাদ