রংপুরের পীরগাছায় ১০ লিটার চোলাই মদ কান্তি রানী (৪২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। গত বৃস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার ইটাকুমারীর ইউনিয়নের কালিগঞ্জ বটতলা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই নারী উপজেলার কৈকুড়ী ইউনিয়নের রামচন্দ্রপাড়া গ্রামের মৃত সুরুজ চন্দ্রের স্ত্রী।
থানা সুত্রে জানা গেছে, কান্তি রানী দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছিলো। গত বৃস্পতিবার সন্ধ্যায় চোলাই মদ নিয়ে চৌধুরাণী বাজারে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে কালিগঞ্জ বটতলা নামক স্থান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় তার নিকট ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, গ্রেফতার কান্তি রানীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাকে রংপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রেকিং :-
পীরগাছায় চোলাই মদসহ এক নারী গ্রেফতার
- তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ০৬:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- 420
জনপ্রিয় সংবাদ