রংপুরের পীরগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন ১১০ জন ভূমি ও গৃহহীন পরিবার। আজ বুধবার সকালে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরে ৭০ জন এবং অন্নদানগর ইউনিয়নে ৪০ জন ভূমি ও গৃহহীন পরিবার এই ঘর পাবেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার পর পীরগাছা উপজেলা পরিষদ হররুমে ঘরের চাবি ও কাগজপত্র তুলে দিবেন অতিথিবৃন্দ।
বুধবার সকালে এক প্রেস বিফ্রিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন, তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরে খাস জমিতে প্রতি ঘরের জন্য ২ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ৭০টি ঘর এবং অন্নদানগর ইউনিয়নে প্রতি ঘরে জন্য ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা ব্যয়ে ৪০টি ঘর নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে ভূমি ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। আগামীকাল ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হবে। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুছা নাসের চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম ও পীরগাছা প্রেসক্লাবের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
ব্রেকিং :-
পীরগাছায় ঘর পাচ্ছেন ১১০ জন ভূমি ও গৃহহীন পরিবার: প্রেস বিফ্রিংয়ে ইউএনও
-
তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- 347
জনপ্রিয় সংবাদ