রংপুরের পীরগাছায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার ওই মাদক ব্যবসায়ীকে রংপুর জেল হাজতে পাঠানো হয়। এর আগে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সরদার গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সরদার গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাজা মিয়া (২৭) দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাজা মিয়াকে গ্রেফতার করে। এসময় তার ঘর তল্লাসি চালিয়ে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, রাজা মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
ব্রেকিং :-
পীরগাছায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ০৭:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- 252
অপর দিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে আরাজি দেবু গ্রাম থেকে আকলিমা (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে ২ পয়েন্ট ২০ গ্রাম হিরোইন ও শুকনা গাঁজা উদ্ধার করা হয়। আকলিমা বেগম ওই গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী। এ বিষয়ে পীরগাছা থানায় আলাদা মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ