রংপুরের পীরগাছায় ঋণ করে নিরুদ্দেশ স্বামী। অভাব-অনটনে খাবার যোগাতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধু। ছোট দুই সন্তানকে বেঁধে রেখে মঙ্গলবার গভীর রাতে আত্মহত্যা করেন রাশিদা বেগম (৩২) নামের ওই গৃহবধু। নিহত রাশিদা বেগম উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম আমবাড়ি গ্রামের রিপন মিয়ার স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী। গতকাল মঙ্গলবার ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ।
নিহতের ছোট ভাই আতিকুর রহমান জানান, রাশিদা বেগম স্বামী-সন্তান নিয়ে অনন্তরাম আমবাড়ি গ্রামে জমি ক্রয় করে বসবাস করে আসছিলো। গত ৃৃ বছর আগে স্থানীয় দাদন ব্যবসায়ী ও এনজিও থেকে ঋণ নেন রিপন মিয়া। কিছুদিন যেতেই হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান স্বামী রিপন মিয়া। বাড়িতে কোন খোঁজখবর নিতেন না। বড় মেয়ে রিয়া মনি (২১) বিয়ে হয়ে ঢাকায় বসবাস করেন। একদিকে স্বামী নিরুদ্দেশ, অন্যদিকে অভাব অনটনে খাবার যোগাতে না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন রাশিদা বেগম। বাড়িতে বসবাসরত তিন সন্তানের রেহেনা বেগম (১২) প্রতিবন্ধী। আর রাকিব মিয়া (৮) ও দুই বছরের একটি ছেলে রয়েছে তার সংসারে। গত সোমবার গভীর রাতে রাশিদা বেগম ছেলে রাকিব ও প্রতিবন্ধী মেয়ে রেহেনা বেগমকে বেঁধে রেখে গলায় রশি পেঁিচয়ে আত্মহত্যা করেন। এসময় সন্তানদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রাশিদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানার পর পীরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই আতিকুর রহমান বলেন, দুলাভাই অনেক দিন থেকে বাড়িতে নেই। কোন খোঁজখবরও নেয় না। কয়েক দিন থেকে খাবার সংকটে হতাশায় এদিক-ওদিক ঘুরছিল আমার বোন। এ থেকেই সে আত্মহত্যা করেছে।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, অভাব-অনটনের কারণে রাশিদা বেগম আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবি করছে। আমরা মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ব্রেকিং :-
পীরগাছায় অভাব-অনটনে খাবার যোগাতে না পেরে গৃহবধুর আত্মহত্যা
-
তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- 967
জনপ্রিয় সংবাদ