রংপুরের পীরগাছায় হাতি দেখতে গিয়ে অটো চাপায় জান্নাতি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৬ টার দিকে রংপুর -সুন্দরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পীরগাছার কদমতলা ফকিরটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী প্রায় ৩০ মিনিট ওই সড়ক অবরোধ করে রাখে। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত শিশু জান্নাতি আক্তার ওই গ্রামের ভ্যান চালক এনছার আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জান্নাতি আক্তার (৬) রাস্তা দিয়ে যাওয়া হাতি দেখতে সড়কের পাশে দাড়িয়ে ছিল। এসময় রংপুর থেকে যাত্রী নিয়ে যাওয়া একটি অটোর সামনে কুকুর পড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি দাড়িয়ে থাকা শিশুটির উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যান এবং অটোর যাত্রীরা আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে রংপুর -সুন্দরগঞ্জ আঞ্চলিক মহা সড়কে ভাংড়ী মালের বস্তা ফেলে প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। এতে উভয় পাশে শতাধিক যানবাহন চলাচল বন্ধ হয়ে আটকে থাকে। পরে পীরগাছা থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
পীরগাছা থানার ওসি তদন্ত শুকুর মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেছি। দুর্ঘটনার শিকার অটোটি আটক করা হয়েছে।