ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পীরগাছায় অগ্নিকাণ্ডের পুড়ে গেছে ৫ লক্ষাধিক টাকার মালামাল: ৪ গরুর মৃত্যু

রংপুরের পীরগাছায় এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এসময় ৭টি গরু ও ৪টি ছাগল অগ্নিদগ্ধ হয়।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু (মধ্যপাড়া) গ্রামের কৃষক নয়া মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে।
এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে ওই কৃষকের বাড়িতে একটি গোয়াল ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। তাৎক্ষণিকভাবে বাড়ির লোক কেউ টের না পেলেও প্রতিবেশিদের চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে সাহায্য করে। পরে উপজেলা ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক নয়া মিয়া জানান, আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত ১১টার দিকে আগুনের বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে দেখি গোয়াল ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে।
পরে পাশের একটি শোয়ার ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে আমার ৭টি গরু, ৪টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে ৪টি গরু মারা যায় এবং বাকিগুলো ঝলসে যায়। এছাড়া নগদ টাকা, প্রায় ৩০মণ ধান আগুন পুড়ে যায় । এর মধ্যে ৪টি গরু ঘটনাস্থলে মারা যায়। বাকি গরুগুলো গুরুতর অসুস্থ।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আয়ুব হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন দ্রুত ছড়ানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে।

নিউজবিজয়/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৭ মার্চ: ২০২৫

পীরগাছায় অগ্নিকাণ্ডের পুড়ে গেছে ৫ লক্ষাধিক টাকার মালামাল: ৪ গরুর মৃত্যু

প্রকাশিত সময়:- ০৮:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

রংপুরের পীরগাছায় এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এসময় ৭টি গরু ও ৪টি ছাগল অগ্নিদগ্ধ হয়।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু (মধ্যপাড়া) গ্রামের কৃষক নয়া মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে।
এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে ওই কৃষকের বাড়িতে একটি গোয়াল ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। তাৎক্ষণিকভাবে বাড়ির লোক কেউ টের না পেলেও প্রতিবেশিদের চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে সাহায্য করে। পরে উপজেলা ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক নয়া মিয়া জানান, আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত ১১টার দিকে আগুনের বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে দেখি গোয়াল ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে।
পরে পাশের একটি শোয়ার ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে আমার ৭টি গরু, ৪টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে ৪টি গরু মারা যায় এবং বাকিগুলো ঝলসে যায়। এছাড়া নগদ টাকা, প্রায় ৩০মণ ধান আগুন পুড়ে যায় । এর মধ্যে ৪টি গরু ঘটনাস্থলে মারা যায়। বাকি গরুগুলো গুরুতর অসুস্থ।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আয়ুব হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন দ্রুত ছড়ানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে।

নিউজবিজয়/এফএইচএন