
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নে ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় গ্রাম পুলিশ ও ইউপি চেয়ারম্যান। গত সোমবার রাত ২ টার দিকে ওই ইউনিয়নের তালের হাট কাঞ্চন মেম্বারের বাড়ির সামন থেকে তাদের আটক করা হয়। পরে পীরগাছা থানা পুলিশের নিকট তাদের তুলে দেন ইউপি চেয়ারম্যান।
আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তালুকবাণী মেহের নগর গ্রামের নুর আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও রংপুর বুড়ির হাট ফার্ম এলাকার জাহানুর রহমান (৪০)।
কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ নিয়ে তিনি ওই স্থানে অবস্থান নেন। রাত ২ টার দিকে সন্দেহ ভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের নিকট ১০ বোতল ফেনসিডিল ও সামান্য গাঁজা উদ্ধার করা হয়। এসময় একটি মোটর সাইকেলও আটক করা হয়।
পরে তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হলে থানা পুলিশ তাদের নিয়ে যান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, আটক নজরুল ও জাহানুরকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। তাদের গ্রাম পুলিশ আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। ## ১১-০৪-২০২৩