
রংপুরের পীরগাছা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী পাড়ি দিয়ে আসার সময় সাড়ে ৭ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাটে নওমি হোটেলের সামন থেকে তাদের গ্রেফতার করে। এসময় একটি মোটর সাইকেলও জব্দ করে পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা পুলিশের একটি চৌকস দল পাওটানাহাটে নওমি হোটেলের সামনে অবস্থান নেন। এসময় তিস্তা নদী পাড়ি দিয়ে আসা একটি মোটর সাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মোটর সাইকেল আরোহী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার জাকলাটারী গ্রামের সোহরাব আলীর ছেলে আমিনুল ইসলাম (২২) ও মিয়াপাড়া শিমুলবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফিরোজ হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে সীমান্ত পাড়ি দিয়ে মাদক পরিবহন করতো। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।