রংপুরের পীরগাছায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিনোদ চন্দ্র দাস (৪৪) নামের এক ইলেকট্রিক মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ওই শিশুকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে চিকিৎসা দেয়া হচ্ছে। গ্রেফতার বিনোদ চন্দ্র দাসকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল সোমবার দুপুর ১২ টায় অভিযুক্তের দৃষ্টার্ন্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও কয়েক শতাধিক শিক্ষার্থী।
এর আগে শনিবার দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ¯øইচগেট ঘঘোয়া এলাকায় ওই ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা পেশায় একজন রাজমিস্ত্রি ও মা মাটি কাটা শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় তারা দুজনে বাড়ির বাইরে ছিলেন।
থানা সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে অভিযুক্ত বিনোদ চন্দ্র দাস বিদ্যুতের লাইনের কাজ করতে ওই শিশুর বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। বিকেলে শিশুটির মা-বাবা বাড়িতে আসলে বিষয়টি তাদের খুলে বলে। ধর্ষণের শিকার শিশুটি ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পরে রোববার বিকেলে পীরগাছা থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত বিনোদ চন্দ্র দাসকে গ্রেফতার করে রংপুর জেল হাজতে পাঠায়। তিনি একই গ্রামের মৃত খোকা চন্দ্র দাসের ছেলে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
এদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় অভিযুক্ত বিনোদ চন্দ্র দাসের দৃষ্টার্ন্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় তাম্বুলপুর বাজারে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মিছিল ও মানববন্ধনে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী ও সচেতন সাধারন মানুষ অংশ নেন। এসময় বক্তব্য দেন, তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, তাম্বুলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরীফুজ্জামান অনু, সাবেক সভাপতি আহসান হাবিব সুজন, মারুফ হাসান প্রমুখ।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, আমরা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের ওসিসিতে চিকিৎসার জন্য পাঠাই এবং বিনোদ চন্দ্রকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ব্রেকিং :-
পীরগাছায় শিশু ধর্ষণের অভিযোগে ইলেকট্রিক মিস্ত্রি গ্রেফতার: শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
- তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ১০:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- 641
জনপ্রিয় সংবাদ