
রংপুরের পীরগাছায় মসজিদের দান বাক্স বানাতে গিয়ে বেপরোয়া গতির ট্রলি চাপায় শাহ আলম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কৈকুড়ী পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম মিয়া টাইলস মিস্ত্রী হিসেবে দান বাক্সের কাজ করছিলেন। তিনি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের পূর্ব চকি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই মিন্টু মিয়া জানান, সকাল সাড়ে ১১ টার দিকে মসজিদের সামনে দান বাক্সে টাইলস এর কাজ করছিলেন শাহ আলম মিয়া। এ সময় চৌধুরানী থেকে জালালগঞ্জ অভিমুখী একটি বেপরাগতির বালু বোঝায় ট্রলি দান বাক্সের সামনে থাকা শাহ আলম মিয়া শরীরের উপর উঠে পড়ে।
এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, ট্রলি চালক মিজান মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর ট্রলির মালিক দুদু মিয়া এলাকাবাসীর সাথে খারাপ আচরণ করে ট্রলি নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পীরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে পীরগাছা থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল মালেক বলেন, ট্রলি আটক করা হয়েছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।