
রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি’র একাংশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার পীরগাছা সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশ। ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাওলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন। পীরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম ডালেজ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি রেজওয়ান আলী বাবলু, পীরগাছা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তাম্বলপুরের আহম্মদ হোসেন, ছাওলার শাহ নুরে আলম সিদ্দিকী, যুবদলের আনিছুর রহমান ভূইয়া, মোস্তাফিজার রহমান রোমান, স্বেচ্ছাসেবক দলের মোসলেম উদ্দিন, উপজেলা তাঁতি দলের সভাপতি মোখলেসুর রহমান সহ অনেকে। ইফতার মাহফিলে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় দোয়া পরিচালনা করেন হাফেজ আনিছুর রহমান।