রংপুরের পীরগাছা উপজেলার কান্দিতে ১১ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি কাবিলা কাঠালতলী মোড় থেকে তাকে আটক করা হয়। আটক সিদ্দিকুর রহমান (৩২) স্থানীয় মনিরামপুর গ্রামের আজিজার রহমানের ছেলে।
কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী ও গ্রাম পুলিশ মাদক ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে আটক করে। এসময় তার ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে পীরগাছা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান বলেন, আটক ওই মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ব্রেকিং :-
পীরগাছায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- 474
জনপ্রিয় সংবাদ