
রংপুরের পীরগাছায় নেশাগ্রস্থ্য অবস্থায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে মিঠু মিয়া (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান। এর আগে রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জমানবীশ বালিকা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত মিঠু মিয়া অনন্তরাম সরকারটারী গ্রামের ভ্যান চালক শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম মিন্টু জানান, গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মিঠু মিয়াসহ তার দুই বন্ধু জমানবীশ বালিকা দাখিল মাদ্রাসার ছাদে উপর টিউবে ব্যবহৃত (সলিউশন গাম) দিয়ে নেশা করে। অতিরিক্ত নেশাগ্রস্থ্য ছাদ থেকে নিচে পড়ে যান মিঠু মিয়া। এসময় তার সাথে থাকা দুই বন্ধু পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মিঠু মিয়াকে উদ্ধার করে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে ভোর রাতে তিনি মারা যান।
নিহতের পিতা শহিদুল ইসলাম বলেন, মিঠু মিয়া ঢাকায় একটি প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতো। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসে আর ফিরে যাননি। বন্ধুর পাল্লায় পড়ে সে চিরকালে হারিয়ে গেল।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ছেলেটি যেহেতু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে, তাই বিষয়টি কোতয়ালী থানা দেখবে।
যোগাযোগ করা হলে রংপুর কোতয়ালী থানার ইউডি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই পরিবারের কোন অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে।