রংপুরের পীরগাছা বাজারে চলমান পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত বসিয়ে দু দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা ও ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হক সুমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি মেসার্স আয়াত ট্রেডার্স এর মালিক আব্দুস সামাদকে পলিথিন মোড়কে চাল বিক্রির অপরাধে ৫ হাজার এবং একই অভিযোগে মেসার্স আর্নিকা ট্রেডার্স এর মালিক আইয়ুব আলীকে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি পীরগাছা বাজারের চৌ-রাস্তা মোড়ে অবস্থিত শফিকুল ইসলামের দোকান থেকে ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করে ওই স্থানেই আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এবং দোকান মালিককে ২শত টাকা জরিমানা করেন। অভিযানে পীরগাছা থানার পুলিশ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ অভিযান চালানো হলো। নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আমরা কঠোর অবস্থান নিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারে সাড়াশি অভিযান পরিচালনা করা হবে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন