রংপুরের পীরগাছায় রাতের আঁধারে দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে একটি পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের চাপড়া গ্রামের নিখিল চন্দ্রের বাড়িতে। চেতনানাশক কিছু খাইয়ে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন ভূক্তভোগী পরিবারটি। এ ঘটনায় পীরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে নিখিল চন্দ্র প্রতিদিনের ন্যায় দোকান থেকে বাড়িতে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে তাদের উঠতে দেরী দেখে তার জেঠাতো ভাইয়ের স্ত্রীর পাশের বাড়ি থেকে তাদেরকে ডাকাডাকি করতে থাকে। এসময় নিখিল চন্দ্রের পিতা সন্তোষ চন্দ্র ঘুম থেকে উঠে ঘরের আসবাবপত্র এলোমেলো, দরজা, মেইন গেইট, ঘরে রক্ষিত স্টীলের ট্রাংকের তালা ভাঙ্গা দেখে ডাক চিৎকার করতে থাকেন। তার ডাক-চিৎকারে বাড়ির সবাই ঘুম থেকে উঠে ও আশে পাশের লোকজন এগিয়ে এসে এই ঘটনা দেখতে পান। ভুক্তভোগী পরিবারটির দাবি এঘটনায় দূর্বৃত্তরা তাদের ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা ও স্বর্নালঙ্কারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরিবারটির দাবি, টিউবওয়েলের পানি অথবা খাবারের সঙ্গে তাদের অজান্তে দূর্বৃত্তরা চেতনানাশক কিছু খাইয়েছিল। যার ফলে রাতে বাড়িতে এতকিছু ঘটে যাওয়ার পরও তারা কেউ একটুও টের পাননি।
এ ঘটনায় পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এরকম একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে।
নিউজবিজয়২৪/এফএইচএন