ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা: আটক-২

 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আবু তাহের নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়। রোববার রাত ২ টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সাথে তার জেঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিলো। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিশ বৈঠক করেও কোন সমাধান হয়নি। রোববার রাত ২ টার দিকে ৩০/৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের (৪৩) নামে একজনকে পিটিয়ে রক্তাক্ত আহত করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হামলার সময় কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানান স্থানীয় লোকজন। নিহত আবু তাহের পাশ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে বলে জানা গেছে। সে স্থানীয় বড়দরগাহ বাজারে একটি স- মিলে কাজ করতেন।
নিহতের ছেলে রাসেল মিয়া বলেন, আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারো সঙ্গে মারামারি করেননি। ওনাকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি বাবা হত্যার বিচার চাই।
এ বিষয়ে সদ্য যোগদানকারী সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২) নামে দুজন কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।৷

নিউজবিজয়২৪/এফএইচএন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

হিলিতে গভীর রাতে ৯টি খড়ের পালায় আগুন দিয়েছে দূবৃত্তরা

পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা: আটক-২

প্রকাশিত সময় :- ০৬:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আবু তাহের নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়। রোববার রাত ২ টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সাথে তার জেঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিলো। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিশ বৈঠক করেও কোন সমাধান হয়নি। রোববার রাত ২ টার দিকে ৩০/৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের (৪৩) নামে একজনকে পিটিয়ে রক্তাক্ত আহত করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হামলার সময় কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানান স্থানীয় লোকজন। নিহত আবু তাহের পাশ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে বলে জানা গেছে। সে স্থানীয় বড়দরগাহ বাজারে একটি স- মিলে কাজ করতেন।
নিহতের ছেলে রাসেল মিয়া বলেন, আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারো সঙ্গে মারামারি করেননি। ওনাকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি বাবা হত্যার বিচার চাই।
এ বিষয়ে সদ্য যোগদানকারী সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২) নামে দুজন কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।৷

নিউজবিজয়২৪/এফএইচএন