
রংপুরের পীরগাছায় কৃষি অধিদপ্তরের আওতায় সিআইজিভূক্ত কৃষক সমিতির সদস্যেদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিআইজি কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রেগ্রামের ১ম সংশোধিত প্রকল্পের আওতায় কংগ্রেসে দেড় শতাধিক কৃষক প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো: সোহাগ মাহফুজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান সোহেল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ, কৃষক প্রতিনিধি সুভাষ চন্দ্র, মকবুল হোসেন প্রমুখ।