রংপুরের পীরগাছায় আলু চাষী ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে আশরাফ হিমাগার কতৃপক্ষ। সোমবার দুপুরে পীরগাছার পূর্ব চন্ডিপুরস্থ আবুল হাশেম গ্রুপের অফিস প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আবুল হাশেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলামের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বামনডাঙ্গাস্থ আশরাফ হিমাগারের সত্ত্বাধিকারী, সুন্দরগঞ্জের প্রয়াত এমপি মঞ্জুরুল আলম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।
পীরগাছা সদর ইউনিয়ন আওয়ামীলী কৃষকলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলামের স ালনায় এসময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর মোশারফ হোসেন, ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বুলেট, আশরাফ হিমাগারের ম্যানেজার অনিক সাহা, আবুল হাশেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ¦ আইয়ুব আলী, বাবলু মিয়া, সেলিম মিয়া, কৃষক জাকির হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় আশরাফ হিমাগারে আলু রাখা ব্যবসায়ী ও চাষীদের নানা সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষনা দেয়া হয়।
নিউজবিজয়২৪/এফএইচএন