ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

https://www.newsbijoy24.com/

পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মেশিন ও পাইপ ধ্বংস: মালিককে কারাদন্ড

রংপুরের পীরগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের মেশিন ও প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঘাঘট নদীর গোপালগঞ্জ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. হাফিজুর রহমান টিটু (৩০)। তিনি উপজেলার কৈকুড়ি ইউনিয়নের শুল্লিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, হাফিজুর রহমান রহমান টিটু গত দু’দিন ধরে ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে হাজির হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড ঘোষণার পর তাকে পীরগাছা থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেন। অভিযানের সময় কৈকুড়ী ইউনিয়নের তহসিলদার মো: মহি উদ্দিন, পীরগাছা থানার এসআই শাহনেওয়াজ ও সঙ্গীয় ফোর্স এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে হাফিজুর রহমান টিটু বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩-এর ৭ক ধারা লঙ্ঘন করেছেন। এতে একই আইনের ১৫(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এবার মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর দিলো বিটিআরসি

পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মেশিন ও পাইপ ধ্বংস: মালিককে কারাদন্ড

প্রকাশিত সময় :- ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

রংপুরের পীরগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের মেশিন ও প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঘাঘট নদীর গোপালগঞ্জ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. হাফিজুর রহমান টিটু (৩০)। তিনি উপজেলার কৈকুড়ি ইউনিয়নের শুল্লিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, হাফিজুর রহমান রহমান টিটু গত দু’দিন ধরে ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে হাজির হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড ঘোষণার পর তাকে পীরগাছা থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেন। অভিযানের সময় কৈকুড়ী ইউনিয়নের তহসিলদার মো: মহি উদ্দিন, পীরগাছা থানার এসআই শাহনেওয়াজ ও সঙ্গীয় ফোর্স এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে হাফিজুর রহমান টিটু বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩-এর ৭ক ধারা লঙ্ঘন করেছেন। এতে একই আইনের ১৫(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন