১২ ডিসেম্বর ২০২৪খ্রিঃ( শুক্রবার) পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক ), কুড়িগ্রাম এর উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। Tere Des Homes Foundation, কুড়িগ্রাম প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
নানান নকশার বাহারি পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন পুনাক সদস্যরা। ভাপা পিঠা, দুধ পুলি, ডিম সুন্দরী, জামাই পিঠা, পাটি সাপটাসহ আরও নানান নামের নানান নকশার পিঠা ছিল উৎসবে।
পিঠা উৎসবে সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন লেডিস ক্লাব, কুড়িগ্রাম এর সভাপতি জনাব রেশমিন জান্নাত লাকী।
সম্মানিত অতিথিবৃন্দ ও সম্মানিত পুনাক সদস্যদের নিয়ে পিঠা উৎসব উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক ), কুড়িগ্রাম এর সভানেত্রী জনাব নাজিয়া আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন পুনাক, কুড়িগ্রাম এর সহ সভানেত্রী জনাব পর্ণা আজাদ, সমন্বয়ক জনাব আতকিয়া তাসনীম, সমন্বয়ক জনাব জেরিন ফাহমিদা,সমন্বয়ক জনাব ফারিয়া আক্তার ও পুনাকের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
নিউজবিজয়২৪/এফএইচএন