
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখা।
১৮ এপ্রিল, রোজ মঙ্গলবার, খাগড়াছড়ি জেলার, মহালছড়ি উপজেলায়, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখা কর্তৃক মহালছড়ি নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার ও দোয়া মাহফিল করা হয়।
উক্ত মাহফিলে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাথে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি,মো: ফারুক আহমেদ রানা,
সাধারণ সম্পাদক, মো:সাইদুর রহমান, এবং সংগঠনের সকল নেতা কর্মী ও কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশের সকল স্তরের মানুষের জন্য দোয়া করা হয়।সকল অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। সর্বপরি সংগঠনের নেতাকর্মীসহ দেশের জনগণের মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়।