পাকিস্তান: ১১৩/৭ (২০ ওভার)
ফল: ভারত ৬ রানে জয়ী।
১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ রানে হারলো পাকিস্তান। মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বুমরা। ফখর যখন সাজঘরে ফিরছিলেন তখন রিজওয়ান ক্রিজে। পাকিস্তানের রান প্রয়োজন ছিল ৪৬ বলে ৪৭। হাতে ৭ উইকেট। সেট ব্যাটার রিজওয়ান ক্রিজে। যখন তাকে দলের প্রয়োজন অনভিজ্ঞতার পরিচয় দিয়েছেন রিজওয়ান। দলীয় ৮০ রানে বুমরাহর বিপক্ষে অহেতুক শট খেলতে গিয়ে বোল্ড। পাকিস্তানও ম্যাচ থেকে ছিটকে যায় এক প্রকার। এরপর ইমাদ-ইফতেখাররা ডটের পর ডট খেলে ম্যাচ কঠিন করে ফেলেন। শেষ দিকে মারতে গিয়ে দুজনি আউট হয়। শেষ ওভারে নাসিম শাহ দুই চারে হারের ব্যবধান কমান। ৪৪ বলে সর্বোচ্চ ৩১ রান করেন রিজওয়ান। ২৩ বলে ১৫ রান করেন ইমাদ। ভারতের বোলাররা দারুণ বোলিং করেছেন। বুমরা নেন সর্বোচ্চ ৩ উইকেট, রান খরচে ছিলেন কৃপণ। হার্দিক ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আর্শদীপ ও অক্ষর।
আরও পড়ুন>>১৯ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
নিউজবিজয়২৪/এফএইচএন