লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় গোলাম মোস্তফা (৪০) নামে এক ব্যাক্তি নিহ হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে পাটগ্রাম সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের শমসেরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বেড়িয়ে পাটগ্রাম বাজারে দিকে যাচ্ছিল। পরে পাটগ্রাম সরকারি কলেজের সামনে গেলে বুড়িমারী থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় আহত হোন। পরে তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজবিজয়২৪/এফএইচএন