ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তে গত বৃহস্পতিবার হামলায় অন্তত তিনজন সীমান্তরক্ষী নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে সুন্নি ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ।
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছে সিস্তান-বালুচেস্তান প্রদেশে মীরজাভেহতে এই হামলা হয়েছে।
সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গাড়িতে থাকা বন্দুকধারীরা সীমান্তরক্ষীদের গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দুই সেনা ও একজন অফিসার নিহত হয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে বেসামরিক একজন ব্যক্তি।
এর আগে চলতি বছরের শুরুর দিকে জইশ আল-আদলের ওপর প্রতিশোধ নিতে পাকিস্তানে হামলা চালায় ইরান। সেইসময় পাকিস্তান এর কড়া প্রতিবাদ জানায় এবং ইরানে পাল্টা হামলা চালায়। এতে সেইসময় পাকিস্তান ও ইরানের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন