পাকিস্তানে একটি গার্লস স্কুলের কাছে বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) দেশটির বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে থাকা বোমা বিস্ফোরণ হয়।
এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়। এরমধ্যে পাঁচ শিশু ও এক পুলিশ কর্মকর্তা রয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে অধিকাংশই শিশু।
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে।
এদিকে, ভয়াবহ এ ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি নিন্দা জানিয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দেশ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে পাকিস্তানের মাস্তুং জেলায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন আহত হন।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন